জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে এ খাদ্য সহায়তা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের সাব-ইন্সপেক্টর বাবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার কিশোর কুমার রায়, জীবননগর ব্রাঞ্চ ম্যানেজার জাহাঙ্গীর হোসেন, সিনিয়র ক্রেডিট অফিসার মনিরুজ্জামান, শাহাদত হোসেন, শুভ্রত বিশ্বাস, মিল্টন কুমার, ব্যিবসায়ি পাংকি মিয়া ও হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান। করোনা ভাইরাসের কারণে কাজ না থাকায় পরিবার নিয়ে অসহায় হয়ে পড়া সমিতির ৭০ জন সদস্যকে খাদ্য সহায়তা প্রদান করা হয় বলে জানা গেছে।