জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার শাখারিয়া গ্রামে বিদ্যুতস্পৃষ্টে রিজিয়া খাতুন (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ ওই গ্রামের রুস্তম আলীর স্ত্রী। গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জীবননগর থানা ও এলাকাবাসীসূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে জীবননগর উপজেলার ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড় বয়ে যায়। এ ঝড়ের কারণে রুস্তম আলীর বসত বাড়ির ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের মেইন তার ছিড়ে যায়। তারটি ছিড়ে রুস্তম আলীর টিনের ওপর পড়ে। এ ঘটনায় রুস্তম আলীর টিনের চালা বিদ্যুতস্পৃষ্ট হয়ে পড়ে। রুস্তম আলীর স্ত্রী রিজিয়া খাতুন গতকাল বেলা ১১টার দিকে টিনের চালা হতে কাপড় নেয়াকালে তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিদ্যুতস্পৃষ্ট হয়ে রিজিয়া খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।