স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। গতকাল শুক্রবার সরকারি কলেজ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ করা হয়। জুম্মার নামাজের পর জান্নাতুল মওলা জামে মসজিদ প্রাঙ্গণে শতাধিক দুস্থদের খাদ্যসামগ্রী বিতরণ করেন নেতাকর্মীরা।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাজিদ হাসান মালিক সজিব স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব মামুন, যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব, তানজিব সরোয়ারসহ বিভিন্ন থানা পৌর ও কলেজ ইউনিটের নেতাকর্মীরা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ