মেহেরপুর পৌরসভার বিভিন্ন সড়কের কার্পেটিং ও সংস্কার কাজ শুরু

মেহেরপুর অফিস: বর্তমান সরকারের প্রচেষ্টায় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন প্রকল্পে মেহেরপুর পৌরসভার বিভিন্ন সড়কের সংস্কার কাজ শুরু করা হয়েছে। পৌরসভার সকল এলাকার অবকাঠামো উন্নয়নের কাজ চলমান আছে। গতকাল শুক্রবার দুপুরে কাথুলী সড়ক থেকে বড় বাজার পর্যন্ত চলমান কাজ পরিদর্শন করেন পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটন। পৌর মেয়র সড়কের কার্পেটিংয়ের কাজ পরিদর্শনকালে সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং কাজের মান পর্যবেক্ষণ ও কাজের অগ্রগতি ও সার্বিক খোঁজখবর নেন।।
পরিদর্শনকালে মেয়র বলেন, মেহেরপুরকে ঢেলে সাজানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। চলমান কাজ আরও দ্রুত সম্ভব হতো কিন্তু আমরা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছি। অনেক ভালো মানের কাজ হচ্ছে এই পৌরসভায় কিন্তু বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে বাঁধা সৃষ্টি ও ষড়যন্ত্র করা হচ্ছে। আমি জানি আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসা আমার সাথে আছে। আপনাদের ভালোবাসায় আমার মূল শক্তি।
এসময় কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, বাপ্পি, শাকিল রাব্বি ইভান, জেলা ট্রাক গ্রুপ মালিক সমিতির সদস্য ও ঠিকাদার তানভীর আহমেদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।


 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More