কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কবরস্থানমোড় দোকান মালিক সমিতির গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে কবরস্থানমোড় প্রাঙ্গণে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আমির হামজাকে সভাপতি ও কামরুজ্জামান লাল্টুকে সাধারণ সম্পাদক এবং শেরজান আলীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে এ কমিটি গঠন করা হয়। ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই মেজবাহুর রহমান। করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধমূলক সকল নির্দেশনা ও দূরত্ব বজায় রেখে আলোচনা ও কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আব্দুস সালাম বিশ্বাস, বাংলাদেশ হেয়ার প্রসেসিং’র সভাপতি হাসিবুজ্জামান শহিদ বিশ্বাস, বর্তমান কমিটির সভাপতি আমির হামজা, সাধারন সম্পাদক সামসুল হক, ব্যবসায়ী সেরজান আলী, ইট ভাটা ব্যবসায়ী কামরুজ্জামান লাল্টু, মাও. মিজানুর রজমান, আকবার আলী, আব্দুস সামাদ, মো. কচি, আমেদ আলী, কাদের, হাফেজ জিয়াউর রহমান, সাংবাদিক মেহেদী হাসান। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আমির হামজাকে সভাপতি, কামরুজ্জামান লাল্টুকে সাধারণ সম্পাদক ও শেরজান আলীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্টি কমিটি গঠন করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ