স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ফুটবল খেলোয়াড়দের কল্যাণে গঠিত হলো জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। চার বছর মেয়াদী এ সমিতির সভাপতি হলেন চুয়াডাঙ্গা ডিএফএ’র সাবেক সাধারণ সম্পাদক মিলন বিশ্বাস ও সাধারণ সম্পাদক জেলা ফুটবল দলের অধিনায়ক সোহেল রানা। সমিতির ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে জেলার সাবেক-বর্তমান ৩৩ জন ফুটবলার ও সংগঠক নিয়ে। ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রধান উপদেষ্টা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, সহউপদেষ্টা সাবেক কৃতি ফুটবলার সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, মামুন জোয়ার্দ্দার, আব্দুল লতিফ অমল, গিয়াস উদ্দিন পিনা, শরিফুল ইসলাম ও কৃতি সংগঠক অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম। নির্বাহী পরিষদের সভাপতি মিলন বিশ্বাস, সাধারণ সম্পাদক সোহেল রানা, সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম, সহসভাপতি ফেরদৌস আলম মুরাদ, বিপুল হাসান হ্যাজি ও জাকির হোসেন, সহসাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তরু, কোষাধ্যক্ষ বিপুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুন নবী রিয়ান, দফতর সম্পাদক মানিক হোসেন ও প্রচার সম্পাদক সাইদুর রহমান। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে চুয়াডাঙ্গার সকল উপজেলা থেকে ২২ জন সাবেক-বর্তমান ফুটবল খেলোয়াড় ও সংগঠকদের মনোনয়ন করা হয়েছে। গতকাল বুধবার সমিতির সভাপতি মিলন বিশ্বাস ও সাধারণ সম্পাদক সোহেল রানা কর্তৃক স্বাক্ষরিত জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির প্যাডে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
পূর্ববর্তী পোস্ট
গাংনীর কাজিপুরের ডাবলু হত্যাসহ ৬ মামলার আসামি লাল্টু কানা গ্রেফতার
এছাড়া, আরও পড়ুনঃ