আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শহরে ঘোরাঘুরি করা ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করতে গিয়ে নিজেই দরিদ্র ও অসহায়দের মাঝে মাস্ক কিনে বিতরণ করলেন ইউএনও লিটন আলী।
জানা যায়, ৩ জুন স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শহরে ঘোরাঘুরি করা ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্দেশ্যে আলমডাঙ্গা শহরের আলিফ উদ্দীন মোড়ে অবস্থান নেন উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী। এ সময় তিনি দেখতে পান মাস্কবিহীন স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলা অধিকাংশ ব্যক্তিই দরিদ্র ও অসহায়। সে কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরিবর্তে ব্যতিক্রম এক পদক্ষেপ নিলেন তিনি। নিজ অর্থে মাস্ক কিনে দরিদ্র ও অসহায় পথচারীদের মাঝে বিতরণ শুরু করেন। আলমডাঙ্গা শহরের হাইরোড, জুতাপট্টি, গার্মেন্টসপট্টি, ফলপট্টিসহ বিভিন্ন এলাকায় তিনি মাস্ক বিতরণ করেন।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি উপেক্ষাকারীদের অধিকাংশ ভ্যানচালক, হতদরিদ্র ও অসহায় নারী। এই ধরণের মানুষ আমাদের সমাজের একটা বড় অংশ। তাদের বাদ রেখে সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব না। তাই মাস্ক কিনে তাদের মাঝে বিতরণ করেছি।
এছাড়া, আরও পড়ুনঃ