জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় আরও ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল রোববার এ তিনজনের করোনা শনাক্তের রিপোর্ট পাওয়া যায়। এ নিয়ে এ উপজেলার করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ জনে। এর মধ্যে তিনজন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
হাসপাতালসূত্রে জানা যায়, গতকাল পাওয়া নতুন ৩ করোনা রোগীরা হচ্ছেন জীবননগর পৌরসভার সুবলপুর গ্রামে একজন, সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে একজন ও আন্দুলবাড়িয়া ইউনিয়নের পাঁকা গ্রামে একজন। এ নিয়ে এখন পর্যন্ত জীবননগর উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ জনে। এর মধ্যে ৩ জন ইতোমধ্যে সুস্থ হয়ে গেছেন। অন্যদের অবস্থা ভালো বলে জানা গেছে। জীবননগর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট প্রাউইন জানান, নতুন আক্রান্ত ৩ জনই ঢাকা থেকে ঈদে বাড়ি ফিরেছেন। এর মধ্যে দুজন ঢাকা থেকেই করোনা ভাইরাস পজেটিভ নিয়ে বাড়ি ফেরেন। সুবলপুরের আক্রান্ত রোগী বাড়িতে থেকে মোবাইল ফোনে চিকিৎসা সেবা নিতেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ