আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চা দোকানদারসহ ৫ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদ-াদেশ প্রদান করেছে। গতকাল সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানাগেছে, উপজেলার কালিদাসপুর উত্তরপাড়ার মুন্সি শুকুর আলীর ছেলে নাসির উদ্দিন মুদি দোকানের পাশাপাশি চা বিক্রি করেন। প্রায়ই তার দোকানের মধ্যে বেশকিছু লোক বসে জুয়া খেলা করেন। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে কালিদাসপুর উত্তরপাড়ার মৃত ইসমাঈলের ছেলে আবুল কালাম (৫০), একই পাড়ার মৃত বাল্লক মালিথার ছেলে আনোয়ার হোসেন (৫০), নুর ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (৪০), মৃত নবি ছদ্দিনের ছেলে হানাস আলী (৫৫) ও দোকানদার নাসির উদ্দিনকে আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসারের নিকট নিলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে দোকানদার নাসির উদ্দিনের ৭দিন, আবুল কালামের ৫ দিন, আনোয়ার হোসেনের ৫ দিন, আব্দুর রাজ্জাকের ৫ দিন ও হাসান আলীর ৫ দিন বিনাশ্রম কারাদ- প্রদান করেন।