স্টাফ রিপোর্টার: জি বাংলা ‘সারেগামাপা’ খ্যাত বাংলাদেশি গায়ক মইনুল এহসান নোবেল। সম্প্রতি কিংবদন্তী শিল্পীদের বিরুদ্ধে মন্তব্য করে মানুষের রোষানলে পড়েছিলেন তিনি। এবারে একেবারে প্রতিবেশী দেশের রোষানলে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে ত্রিপুরা পুলিশের খাতায় নাম তুললেন নোবেল। সোমবার তার বিরুদ্ধে মামলা দায়ের করা করেছেন ত্রিপুরার এক যুবক সুমন পাল। ত্রিপুরা পুলিশ জানিয়েছে, নোবেল ভারতের মাটিতে পা দিলেই তাকে গ্রেফতার করা হবে। রিপোর্টটির একটি প্রতিলিপি পাঠানো হয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক, বাংলাদেশ হাই কমিশন ও জেলার পুলিশ সুপারের কাছে। সুমন পালের দাবি, নোবেলের ভারতীয় ভিসা বাতিল করা হোক। এছাড়া তার পাসপোর্টও বাজেয়াপ্ত করা হোক। এছাড়া বেশ কয়েকদিন তার ওপর নজরদারি চালাচ্ছিলো পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ