দামুড়হুদায় জাগরণীচক্র ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীন অসহায় নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
দামুড়হুদা ব্যুরো : দামুড়হুদায় জাগরণীচক্র ফাউন্ডেশনের উদ্যোগে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো: জিন্নাত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সমস্ত অসহায় নারীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। জাগরণীচক্র ফাউন্ডেশনের দামুড়হুদা উপজেলা ম্যানেজার একেএম নজরুল ইসলাম জানান, আমরা ঈদকে সামনে রেখে সংস্থার পক্ষ থেকে এলাকার কর্মহীন হয়ে পড়া ১০০ জন নারীকে মাথাপিছু ৫ শ টাকা করে প্রদান করেছি। প্রাথমিকভাবে এ সহায়তা করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সহায়তার হার বাড়ানো হবে। এ সময় উপস্থিত ছিলেন জাগরণীচক্র ফাউন্ডেশন দামুড়হুদা শাখার হিসাব রক্ষক খালেদ মনজুর, ফিল্ড অফিসার সিদ্দিকুর রহমান প্রমূখ।