স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী জনগণের মাঝে বিতরণের জন্য জেলা পরিষদের সদস্যদের মধ্যে তুলে দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে কোর্টমোড়ে প্রধান নির্বাহী কর্মকর্তার বাসভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াহ ইয়া খান।
এসময় জেলা পরিষদের সদস্য খলিলুর রহমান, জহুরুল ইসলাম, রকিবুল হাসান ও সিএ জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জনগণের মাঝে সুষ্ঠুভাবে বিতরণে সকলের সহযোগিতা কামনা করেছেন।
চুয়াডাঙ্গা জেলা পরিষদ হতদরিদ্র মানুষের মাঝে উপহার সামগ্রী পৌঁছিয়ে দিতে জেলার নির্বাচিত ১৫ জন ওয়ার্ড সদস্য ও ৫ জন সংরক্ষিত সদস্যসহ জেলা পরিষদের সদস্যবৃন্দ ৩ হাজার ৭২০ প্যাকেট নিজ নিজ এলাকায় নিয়ে গেছেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে একটি শাড়ি, চিনি, লাচ্চা সেমাই, সাবান ও পোলাও চাল ।
প্রসঙ্গত : ২০১৯-২০২০ অর্থবছরে জেলা পরিষদ উন্নয়ন সহায়তা থোক বরাদ্দের বিভাজন অনুযায়ী (প্রাকৃতিক দুর্যোগ, মহামারী ইত্যাদি) উপখাতের আওতায় বরাদ্দকৃত অর্থে করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় দরিদ্র জনসাধারণের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।