স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের উদ্যোগে প্রেসক্লাব সদস্যরা ইফতারে অংশগ্রহণ করেছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব ভবনের ৩য় তলায় জেলা প্রশাসকের পাঠানো ইফতার সামগ্রী প্রদান করেন সহকারী কমিশনার হাবিবুর রহমান ও জেলা নাজির হামিদুর রহমান। ইফতার সামগ্রী গ্রহণ করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ নেতৃবৃন্দ। পরে প্রেসক্লাবের সদস্যবৃন্দ সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতারে অংশগ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, প্রেসক্লাবে বসে সাংবাদিকদের সাথে ইফতার করার ইচ্ছা ছিলো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব হলো না। সামনে অবশ্যই সুদিন আসবে, তখন একসাথে বসবো।