স্টাফ রিপোর্টার: মুশফিকুর রহিমের ব্যাটের নিলাম প্রসঙ্গ ক’দিন ধরেই ছিলো ক্রীড়ামোদিদের আলোচনায় । শেষ পর্যন্ত বড় চমক হয়ে এলো সেই নিলামে বিজয়ীর নাম। বাংলাদেশ ক্রিকেটের বড় একটি ইতিহাসের স্বাক্ষী এই ব্যাট এখন শোভা পাবে পাকিস্তানের শহিদ আফ্রিদির ঘরে!মুশফিকের ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে ২০ হাজার ডলারে কিনেছেন সাবেক পাকিস্তানি এই অলরাউন্ডার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭ লাখ টাকা।র
২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে এই ব্যাট দিয়ে ২০০ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক, টেস্ট ক্রিকেটে যা ছিল বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি। করোনাভাইরাস দুর্গতদের সহায়তায় নিজের প্রিয় সেই ব্যাট নিলামে তুলেছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার। অনলাইন নিলাম শেষ হয় বৃহস্পতিবার। শুক্রবার রাতে মুশফিক জানিয়েছেন বিজয়ীর নাম। গত শনিবার শুরু হওয়া অনলাইন নিলাম ভুয়া বিডারদের চাপে বার দুয়েক বন্ধ হয়েছিল। পরে চালু হয় আবার। করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে আফ্রিদি প্রচুর ত্রাণ কার্যক্রম চালিয়ে আসছেন পাকিস্তানের নানা প্রান্তে। এই ব্যাটও কিনেছেন তার ফাউন্ডেশনের মাধ্যমেই। মুশফিক জানালেন, যত দ্রুত সম্ভব এই অর্থ দুর্গত মানুষের সহায়তায় কাজে লাগানো হবে।
আফ্রিদির সঙ্গে এই ব্যাটের নিলামে মধ্যস্থতা ও সহায়তা করার জন্য মুশফিক বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন সতীর্থ ও প্রিয় বন্ধু তামিম ইকবালকে।