ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার চাঁচড়া গ্রামে অসহায় এক কৃষকের ধান কেটে দিলেন কালীগঞ্জ উপজেলা কৃষক লীগ। বৃহস্পতিবার বেলা ১০ টার সময় উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শ্রমিকলীগ নেতা ফরিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা অহিদুজ্জামান মিল্টন, আর জে রনি, আসাদুজ্জামান ডিটুসহ কৃষকলীগের নেতৃবৃন্দ। কৃষকলীগ নেতা আতিয়ার রহমান বলেন, তার জমির ধান পেকে গেছে কিন্তু তিনি শ্রমিকের অভাবে জমির ধান কাটতে পারছিলেনা। বিষয়টি তিনি কালীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদকে জানালেন বৃহস্পতিবার তার নেতৃত্বে কালীগঞ্জ উপজেলা কৃষক লীগ, আওয়ামীলীগ, শ্রমিকলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে নিয়ে আমার জমির ধান কেটে দেন। কৃষকলীগের এই মানবিক কর্মকান্ডের জন্য তাদেরকে তিনি ধন্যবাদ জানান। উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, দেশব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে জনজীবন স্থবির। মানুষ আতঙ্কের মধ্যে আছে। প্রতি বছর যে পরিমাণ ধান কাটার শ্রমিক বাহিরের জেলা থেকে আসতো এবার তুলনামূলক কম। শ্রমিক সংকটের কারণে কৃষকরা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। অপরদিকে মাঝে মধ্যে ঝড়বৃষ্টি হচ্ছে। অসহায় কৃষকদের কষ্টের ফসল ঘরে তুলে দিতে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি। তিনি আরো বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার মহোদয়ের নির্দেশ আছে মহামারি দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। এজন্য আমরা উপজেলার কৃষকলীগ কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।