স্টাফ রিপোর্টার: কালবোশেখী ঝড়ে চুয়াডাঙ্গা জেলা শহরের বিদ্যুত সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। অসংখ্য গাছের ডাল ভেঙেছে। কোর্টমোড়ে দূর থেকে উড়ে আসা একটি তালগাছ সড়কের ওপর পড়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেছে। তবে সড়কের ওপর ভেঙেপড়া গাছের ডাল ঝড় থামার পরপরই এলাকার অনেকেই কেটে সরিয়ে নিয়েছে। পুলিশ টহলও জোরদার করা হয়েছে। গতরাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গার আকাশে হুড়মুড়িয়ে মেঘ জড়ো হয়। এপর পরই শুরু হয় ঝড়। বজ্রসহ বৃষ্টিপাতে যেমন ভিতিকর পরিবেশ সৃষ্টি হয়, তেমনই কয়েকদফা দমকা ঝড়ে গাছ গাছের ডাল ভেঙেপড়ে। মাঠের পাকা ধানের কতটা ক্ষতি হয়েছে তা অবশ্য নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। মাঝরাতেও বিদ্যুত সরবরাহ চালু করা না হলে বিদ্যুত অফিসে যোগাযোগ করা হলে বলা হয়, লাইনে ফল্ট, চেক করা হচ্ছে। চেক করে বড় ধরণের সমস্যা না থাকলে কিছু এলাকায় বিদ্যুত সরবরাহ রাতেই চালু করা হবে। অন্যথায় সকাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ