করোনা মোকাবেলায় কর্মহীন মানুষের পাশেই আছেন এমপি আলী আজগার টগর

 

আবারো দর্শনায় আসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

দর্শনা অফিস ঃ চুয়াডাঙ্গা-২ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, জননন্দিত জননেতা হাজি আলী আজগার টগর দেশে করোনা পরিস্থিতির পর থেকেই তার নির্বাচনী এলাকার মানুষের পাশে রয়েছেন। সর্বক্ষন খোজ-খবর নিচ্ছেন এলাকার মানুষের। দেশে লকডাউন চলাকালীন সময়ে যেমন কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, ঠিক তেমনি ঈদুল ফিতরকে সামনে রেখে বিতরণ করলেন খাদ্য সামগ্রী। দর্শনা পৌর এলাকার ১ হাজার কর্মহীন, অসহায়, দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে। নিজস্ব অর্থায়নে দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়ে পৌরসভার ১, , ৩ ও ৪ নং ওয়াডবাসীর মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন জন মানুষের এ নেতা। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান, যুবসমাজের অহংকার আলী মুনছুর বাবু, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব, বিশিষ্ট সমাজ সেবক গোলাম ফারুক আরিফ, ব্যবসায়ী নেতা কামাল উদ্দিন আহমেদ সান্টু, আ.লীগ নেতা আব্দুল গফুর, হাজি আ. জলিল, বিল্লাল হোসেন, রাজু আহমেদ, পৌর কাউন্সিলর মনির সরদার, উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, সহসভাপতি সোলায়মান কবির, আজ বৃহস্পতিবার একই স্থানে একই সময়ে ৫, , , ৮ ও ৯ নং ওয়ার্ডবাসীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করবেন এমপি আলী আজগার টগর।।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More