স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জেলাবাসীর জন্য ৮০ লাখ টাকা ও ১ হাজার ৬৮৩ মে. টন চাল বরাদ্দ করেছে। এদিকে জেলার ৫০ হাজার উপকারভোগী মানুষের নামের তালিকা পৌরসভা ও উপজেলা পর্যায় থেকে সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তারা নগদ টাকা পেতে পারে এমনটি ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত ২৪ মার্চ থেকে করোনা ভাইরাস মোকাবেলার জন্য সরকারি বরাদ্দের কার্যক্রম শুরু হয়। জেলা পর্যায়ে ১ হাজার ৬৮৩ মে. টন চাল, ৫৯ লাখ ৪৯ হাজার টাকা এবং শিশু খাদ্য হিসেবে ২১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। বরাদ্দের চাল ও টাকা চার উপজেলা ও চার পৌরসভার মাধ্যমে বিতরণ করা হচ্ছে। উপজেলা পর্যায়ে ১ হাজার ৩৮১ মে. টন চাল ও ৫০ লাখ ৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ বরাদ্দ থেকে ১০ কেজি করে চাল ও আলু বিতরণ করা হচ্ছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ জেলা প্রশাসকের মাধ্যমে দেয়া হয়েছে।