বাড়াদী প্রতিনিধি: আলমাডাঙ্গার বাড়াদী ইউনিয়নের অনুপনগরে লিচুপাড়া সন্দেহে মারামারি হয়েছে। গতকাল সোমবার রাত ৭টার দিকে অনুপনগর তালতলাপাড়ার বেশ কয়েকজন খরগোস ধরতে মাঠে যায় বলে তারা জানায়। এসময় আজিবর রহমানের লিচু বাগানে পাহারায় থাকা মুছাহাবের ছেলে আইজাল, মাহাবুলের ছেলে টেঙ্গর,আকবার আলির ছেলে ইমাদুল দেখতে পায় এখলাচ এর ছেলে সুমন, ছাত্তারের ছেলে মন্টু ও মকছেদ এর ছেলে বিহাল লিছু বাগানের পাশে ঘুরছে। এসময় বাগান পাহারায় থাকা লোকজন তাদেরকে লিছু ভাঙতে নিষেধ করায় তর্কবিতর্ক শুরু হলে এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে সুমন আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায় গত বছর একই বাগানে লিছু পাড়ার কারনে একটি মারামারির ঘটনা ঘটেছিলো যার কারনে এমনটি হয়েছে। দু’পক্ষের মধ্যে উত্তেজনা চরমে শুরু হলে দুর্লভপুর ক্যাম্প ইনচার্জ এসআই নাঈম ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গার গড়চাপড়া গ্রামে বজ্রপাতে কৃষকের পানবরজ পুড়ে ভস্মীভূত
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ