ঝিনাইদহ প্রতিনিধি: আমরা ছাত্রলীগের সেনা, নেত্রী মোদের শেখ হাসিনা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এ স্লোগানে করোনার প্রভাবে বিপাকে পড়া অসহায়, হত দরিদ্র ও নি¤œ আয়ের মানুষের মাঝে রমজানে রোজাদার পথচারীদের জন্য নিজ হাতে তৈরী ইফতার বিতরণ করেছেন ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির মেধাবী ছাত্রী ও জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক দিনাত জাহান সিথি। এবারের রমজানে রোজাদার পথচারীদের জন্য অন্যরকম ইফতারের উদ্যোগ নিয়ে ঝিনাইদহে আলোচনায় এসেছেন তরুণী ও সমাজসেবিকা দিনাত জাহান সিথি। রমজানের শুরুতেই ইফতার আগ মুহূর্তে শহরের মুজিবচত্বর, পায়রা চত্বর, পুরাতন ডিসি কোর্ট হামদহ ও আরাপপুরসহ বিভিন্ন স্থানে ইজিবাইকচালক, রিক্সাচালক, ভ্যানচালক ও পথচারিদের মাঝে শতাধিক প্যাকেট ইফতারি বিতরণ করে থাকেন তিনি। তরুণী দিনাত জাহান সিথি বলেন, করোনার কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় অর্থনৈতিকভাবে অসচ্ছল হয়ে পড়ায় ঝিনাইদহে নিম্নআয়ের মানুষ ইফতার ঠিকমতো করতে পারছেন না। তাদের জন্যই এ ক্ষুদ্র আয়োজন। এ আয়োজন চলবে শেষ রমজান পর্যন্ত। তিনি আরও বলেন, লেখাপড়ার খরচ বাঁচিয়ে সেখান থেকে কিছু টাকা জমিয়ে নিজ হাতে ইফতার বানিয়ে রোজাদারদের মাঝে বিতরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বাকী রমজানগুলতেই ঠিক এমনইভাবে অসহায়দের পাশে থেকে সেবা করতে চাই।
এছাড়া, আরও পড়ুনঃ