-আহাদ আলী মোল্লা
কেনাকাটার ধুম লেগেছে
কদিন পরেই ঈদ,
যাচ্ছে খুলে শহর বাজার
মন্দির ও মসজিদ।
হাটে ঘাটে লোক সমাগম
মানুষজনের ঢল,
দোকানপাটও যাচ্ছে খুলে
খুলছে শপিংমল।
এই করোনা গরিব লোকের
বের করেছে তেল,
তাই ইদানীং চা দোকানি
খাটছে গিয়ে জেল।
কেমন যেন গোলক ধাঁধাঁ
হচ্ছে দেশে কী?
যায় না বোঝা বলেই আমি
ভাবতে বসেছি!
সূত্র: (গাংনীতে দুই চা বিক্রেতার জেল)