স্টাফ রিপোর্টার: বাউল পরিষদের শিল্পীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলার একমাত্র লোকজ সাংস্কৃতিক সংগঠন বাউল পরিষদের প্রায় শতাধিক শিল্পী সংগঠক ও কলাকুশলীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন জেলার সুযোগ্য জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, দেশের এ ক্লান্তিলগ্ন হয়তো কেটে যাবে। তবে সেক্ষেত্রে সকলকে সচেতন হতে হবে। সরকারের নির্দেশনাবলী মেনে চলতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে গরীব, দুস্থ ও ছিন্নমূল মানুষের সহযোগিতায়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন, বাউল পরিষদের সভাপতি শিল্পী ধীরু বাউলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
1 টি মন্তব্য
উত্তর দিন
উত্তর বাতিল করুনYou must be logged in to post a comment.
ছবি তুলে লোক দেখানোর কোন মানে হয় না।