মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে গাঁজাসহ দুজন মাদক সেবীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলার ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাঁকা রাস্তার ওপর থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন শিবপুর গ্রামের মৃত নিয়ামত শেখের ছেলে রহমান শেখ ও ভগা শেখের ছেলে শাহিন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ সদস্য নিয়ে উপজেলার ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালান। এসময় ১শ’ গ্রাম গাঁজাসহ দুজনকে করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্ততি চলছিলো বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ