দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় জনবসতি এলাকায় মিছরির কারাখানা করে পরিবেশ দূষণের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে দামুড়হুদা সদরের গ্রামীণ টাওয়ারের পাশে লাভলুর মিছরির কারখানায় দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহি উদ্দিন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলা সদরে গ্রামীণ টাওয়ারের পাশে মিছরি তৈরীর কারাখানা গড়ে তোলেন একই গ্রামের লাভলু মিয়া। কারখানাটি জনবসতি এলাকায় গড়ে তোলায় কারখানার ছাই উড়ে পরিবেশ দূষণ হচ্ছে। প্রতিবেশীদের এমন অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে কারখানাটির সরেজমিন পরিদর্শনে যান দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহি উদ্দিন। সরেজমিন পরিদর্শনকালে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে মিছরি তৈরীর অপরাধে কারখানা মালিকের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহি উদ্দিন এ প্রতিবেদককে জানান, কারখানাটি জনবসতি এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। আপাতত রোজার মাস পর্যন্ত পরিবেশ ঠিক রেখে সীমিত আকারে মিছরি তৈরীর অনুমতি দেয়া হয়েছে। তবে যদি মহল্লাবাসী পুনরায় অভিযোগ করে তাহলে কারখানাটি বন্ধ করে দেয়া হবে। অন্যের সমস্যা করে জনবসতি এলাকায় এ ধরণের কারাখানা রাখার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসারের সার্টিফিকেট সহকারী জিহন আলী ও অফিস সহায়ক রফিকুল ইসলাম।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ