চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে দুস্থ ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দুস্থ ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর ১২ টায় আলুকদিয়া আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে ওই ত্রাণ সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম বিতরণের আয়োজন করে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এসময় সদর উপজেলার ৩০০ দুস্থ ভিডিপি সদস্যদের মাঝে ওই ত্রাণ সমগ্রী বিতরণ করেন জেলা আনসার ও ভিডিপির পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম,সহকারী পরিচালক বাসুদেব ঘোষ, কামরুল ইসলাম, সিএ ও কোম্পানি কমান্ডার মিয়াজান আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষ, সার্কেল অ্যাডজুটেন্ট সাইফুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। খাদ্য সমগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল,২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ। এছাড়াও দেয়া হয় স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী ১টি করে সাবান ও মাস্ক।
জেলা আনসার ও ভিডিপির পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন জানান, সারাদেশে প্রায় ১ লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্যদের ত্রাণের আওতায় আনা হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় মোট ১ হাজার ২০০ দুস্থ ভিডিপি সদস্যদের ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় ৩০০ দুস্থ ভিডিপি সদস্যদের মাঝে ওই ত্রাণ সমগ্রী বিতরণ করা হবে।
এদিকে, রোববার বেলা সাড়ে ১১টায় দামুড়হুদার আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজ চত্বরে ওই ত্রাণ সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম বিতরণের আয়োজন করে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এসময় উপজেলার ৩০০ দুস্থ ভিডিপি সদস্যদের মাঝে ওই ত্রাণ সমগ্রী ও ও স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম বিতরণ করেন আনসার ও ভিডিপির পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন। অনুষ্ঠানে আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন,আনসার ও ভিডিপির সহকারী পরিচালক কামরুল ইসলাম,সার্কেল অ্যাডজুটেন্ট সাইফুল ইসলাম,দামুড়হুদা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক নজরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রশিক্ষিকা চায়না খাতুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।