স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দুস্থ ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় দামুড়হুদার আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজ চত্বরে ওই ত্রাণ সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম বিতরণের আয়োজন করে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এসময় উপজেলার ৩০০ দুস্থ ভিডিপি সদস্যদের মাঝে ওই ত্রাণ সমগ্রী ও ও স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম বিতরণ করেন জেলা আনসার ও ভিডিপির পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন। অনুষ্ঠানে আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, জেলা আনসার ও ভিডিপির সহকারী পরিচালক কামরুল ইসলাম, সার্কেল অ্যাডজুটেন্ট সাইফুল ইসলাম, দামুড়হুদা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক নজরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রশিক্ষিকা চায়না খাতুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। খাদ্য সমগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল,২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ। এছাড়াও দেয়া হয় স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম ১টি করে সাবান ও মাস্ক।
জেলা আনসার ও ভিডিপির পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন জানান, চুয়াডাঙ্গা জেলায় মোট ১ হাজার ২০০ দুস্থ ভিডিপি সদস্যদের ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর ও আজ রোববার দামুড়হুদা উপজেলার মোট ৬০০ দুস্থ ভিডিপি সদস্যদের মাঝে ওই ত্রাণ সমগ্রী বিতরণ করা হলো। পর্যায়ক্রমে জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার আরও ৬০০ দুস্থ ভিডিপি সদস্যদের মাঝে ওই ত্রাণ সমগ্রী বিতরণ করা হবে।
####জহির রায়হান সোহাগ