কেএ মান্নান : আলমডাঙ্গার জামজামির গ্রাম পুলিশ সন্টু দাশ (৪০) কে বাটাম পেটায় গুরুতর জখম করে প্রতিপক্ষ প্রতিবেশি অসিত দাশ গঙ পালিয়েছে । আহত সন্টু দাসকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকলে হামলার ঘটনা ঘটে।
জানা গেছে আলমডাঙ্গার জামজামির দাশপাড়ার স্বর্গীয সঞ্জিত দাশের ছেলে জামজামি ইউপির গ্রাম পুলিশ সন্টু দাশ। মা সন্ধ্যারানী দাশ জানান, তুচ্ছ ঘটনা, আমার সন্টুকে পাগল বানিযে পরিষদের চাকুরি নিয়ে নেবে নাকি প্রতিপক্ষ পাশের স্বর্গীয় গৌউর দাশের ছেলে অসিতদাশ (৫৫)। এটা শুনে ছেলে সন্টু বাক- বিতন্ডায় জড়িযে পড়ে । বিকেল ৪ টার দিকে প্রতিবাদে নামলে উত্তেজিত হযে ওঠে উভয়ে। তুচ্ছ এ বাদানুবাদের পর্যাযে উভযে মারামারিতে জড়িয়ে পড়ে । প্রতিপক্ষের অসিত দাশ তার সাঙ্গ পাঙ্গ মিলেন চড়াও হয়ে সন্টু দাশেকে বাটাম পেটায় মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে দ্রুত সটকে যায় । পরিবার এ সময় সন্টু দাশকে মুমুষ্যূ অবস্থায় প্রথমে আলমডাঙ্গার হারদি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা বেগতিক দেখে চিকিৎসক তাকে দ্রুত কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য রেফার করেন। তাকে কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বলে পরিবার জানিয়েছে।