আলমডাঙ্গায় রমজানে মূল্যতালিকা না টাঙানো ও সরকারি আদেশ অমান্য করে নির্মান কাজ করার দায়ে অর্থদণ্ড

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পবিত্র রমজান মাসে দোকানে মূল্যতালিকা না টাঙানো ও সরকারি আদেশ অমান্য করে নির্মান কাজ করার দায়ে ১৩জন অর্থদÐ করেছে। ২ মে শনিবার আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৩৮ এবং ৫৩ ধারায় ও সরকারি আদেশ অমান্য করায় দন্ডবিধি ২৬৯ ধারায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বেলা ১০টার দিকে আলমডাঙ্গা শহরের হাফিজ স্টোরের মালিক হাফিজুর রহমানকে ১ হাজার, হান্নান স্টোরের মালিক আব্দুল হান্নানকে ৫শ, সিরাজুল স্টোরের মালিক সিরাজুল ইসলামকে ৫ম, লতিফ স্টোরের মালিক আঃ লতিফকে ১হাজার, খোকন ট্রেডার্সর মালিক শহিদুল হক কাজলকে ১ হাজার, আরিফিন মিয়া মিলনকে ৫শ, আতিকুল ইসলামকে ৩শ, লাল মোহাম্মদকে ৫শ, সুজিত কুমারকে ১হাজার, মিলন দে-কে ১ হাজার, গৌর চন্দ্রকে ১ হাজার ও অর্জুন কুমারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া চরপাড়ায় সরকারি আদেশ অমান্য করায় শরিফুল ইসলামকে ৫হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More