ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানেরর পৃষ্ঠপোষকতায় সারাদেশের নির্যাতিত নেতাকর্মীদের মাঝে নগত অর্থ ও উপহার সামগ্রী দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক যুবরাজ সুলতান সালাউদ্দিন টুকুর সহযোগিতায় ঝিনাইদহ জেলা যুবদল নেতৃবৃন্দগন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বুধবার জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য জাহিদ হাসান বারোবাজার ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মনিরুজ্জান মিন্টুর স্ত্রী সেলিনা বেগমের হাতে নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন। এ সময় নেতৃবৃন্দ ওই পরিবারের সার্বিক খোঁজ খবর নেওয়া সহ দেশ নেত্রী খালেদা জিয়ার দেওয়া সহযোগীতার বার্তা পৌছে দেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুজ্জামান স্বপন, ঝিনাইদহ জেলা ছাত্রদলের নেতা তানভীর মাহমুদ রনি, পৌর যুব নেতা ইমরান, তরিকুল ও হাসান প্রমুখ।
এছাড়াও কেন্দ্রিয় নেতা নীরব- টুকু ভাইয়ের নির্দেশনায় সাবেক ছাত্রনেতা কালীগঞ্জের জাহিদ হাসান তার ঔকান্তিক সহযোগিতায় নির্যাতিত নেতা কর্মীদের পর্যায় ক্রমে সহায়তা সহ ঈদ উপহার সামগ্রী প্রদান করবেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More