আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বাদেমাজু গ্রামে প্রবাসীর ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বিয়ের দাবিতে প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের আব্দুল গণি খলিফার মেয়ে তাসলিমা খাতুন ওরফে ইছমের প্রায় ৫ বছর পূর্বে বিয়ে হয় মেহেরপুর জেলার এক ছেলের সাথে। বিয়ের কয়েক বছর পর বর বিদেশ চলে যান। গত ৩ বছর তিনি প্রবাস জীবন অতিবাহিত করে ২ মাস হলো বাড়ি ফেরেন। বাড়ি ফেরার পর স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যান। সহজেই জানতে পারেন শ্বশুরবাড়িতে রেখে যাওয়া স্ত্রী তাসলিমা খাতুন ইছম ৭ মাসের অন্তঃসত্ত্বা। চাপাচাপির এক পর্যায়ে তাসলিমা খাতুন ইছম জানান, বাদেমাজু গ্রামের স্কুলপাড়ার শহিদুল আলম হান্টুর ছেলে আশানুর ওরফে জিকুর সাথে তার দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক। পরকীয়া সম্পর্কে হাবুডুবু খেয়ে গৃহবধূ তাসলিমা খাতুন ইছম এখন ৭ মাসের অন্তঃসত্ত্বা। এ তথ্য জানার পর স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে স্ত্রী তাসলিমা খাতুন ইছমকে। এমতাবস্থায়, অসহায় তাসলিমা খাতুন ইছম বাপের বাড়ি ফিরে এসেছে। গত দুই দিন তাসলিমা খাতুন ইছম পরকীয়া প্রেমিক আশানুর ওরফে জিকুকে বিয়ে করে অনাগত সন্তানকে স্বীকৃতি দিতে চাপ দিয়ে আসছে। কিন্তু প্রেমিক তাকে বিয়ে করতে অস্বীকৃতি করছে। বাধ্য হয়ে অন্তঃসত্ত্বা তাসলিমা খাতুন ইছম গতকাল বুধবার আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে প্রেমিক আশানুর ওরফে জিকুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ