স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৭ জন মারা গেছেন। একই সময়ে দেশে নতুন করে করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪৯৭ জন। এর মধ্যদিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯১৩ জনে। নতুন করে সুস্থ হয়েছেন ৯ জন।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাঙামাটি, খাগড়াছড়ি, সাতক্ষীরা ও নাটোর ছাড়া বাকি ৬০ জেলায় করোনা রোগী পাওয়া গেছে।
আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনায় মোট মারা গেছেন ১৫২ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৫ হাজার ৯১৩। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১২ জনের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৪০১ জনকে। নতুন করে সুস্থ হয়েছেন ৯ জন। সব মিলে সুস্থ হয়েছেন ১৩১ জন। তবে বাসায় থেকে চিকিৎসা নেয়া রোগীদের সুস্থ হওয়ার তথ্য এখানে নেই। যদিও প্রায় ৭৯ শতাংশ রোগী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।