আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার রায়সরার গাঁজা ব্যবসায়ী জহুরুলকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী এ কারাদণ্ড দেন। এর আগে গাঁজাসহ আটক করে তিয়রবিলা ফাঁড়ি পুলিশ।
জানাগেছে, উপজেলার রায়সা শানবান্দা পাড়ার ইউসুফ সাহার ছেলে জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসা করে আসছে। ১ম স্ত্রী সন্তান রেখে কয়েক বছর আগে চিলাভালকি গ্রামের মৃত রজমান আলীর স্ত্রীকে ২য় বিয়ে করে সেখানে রমরমা ভাবে গাঁজা ব্যবসা শুরু করে। রোববার তিয়রবিলা ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মহব্বত আলী গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গাঁজা বিক্রয়কালে হাতেনাতে গাঁজাসহ আটক করেন। আটকের পর উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচার উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিত্বে জহুরুল ইসলামকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় উদ্ধারকৃত গাজা ধংস করে ফেলা হয়।