দামুড়হুদা ব্যুরো,
অনলাইন ডেস্ক: দামুড়হুদায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ছিন্নমুল মানুষের মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১৪ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টার দিকে স্থানীয় ডাকবাংলো চত্তরে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মহীন হয়ে পড়া মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান ইছা মেম্বার, দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হালিম ভুট্টু, রাকিব ফাউন্ডেশনের পরিচালক আরজু আহমেদ রাকিব প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু বলেন, কোনো মানুষ যেন অভূক্ত না থাকে। যদি এমন কেউ থাকে সাথে সাথে আমাকে জানাবেন। তার বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে। তিনি সমাজের সকল শ্রেণি পেশার মানুষের প্রতি আহবান জানিয়ে আরও বলেছেন, আপনারা শারীরিক দুরুত্ব বজায় রাখুন। অযাথা বাইরে ঘোরাঘুরি না করে বাড়িতে থাকুন। জরুরী প্রয়োজনে বাইরে আসলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। আপনারা বাড়িতে থাকুন। নিজে স্বুস্থ্য থাকুন, পরিবারকে স্বুস্থ্য রাখুন।
সম্পাদনায়, আলম আশরাফ