উচিৎ বিচার করুন
এতে কিসের ধক-
প্রেসক্রিপশন করেন যদি
ভুয়া চিকিৎসক?
তাতে কি যায় আসে?
প্রশ্ন শুনে সব মানুষই
দাঁত কেলিয়ে হাসে।
স্বাস্থ্য মানেই জীবন মরণ
স্বাস্থ্য মনেই জান,
তাই যদি হয় ব্যাপারখানা
এড়িয়ে ক্যান যান?
আরে না রে না রে;
ডাক্তার নন তাতে কি তার
কাটে অনেক ভারে।
বাঁচান রোগী, তাড়াতাড়ি
ধরুন তাকে ধরুন;
উচিৎ বিচার করুন।
সূত্র:(আলমডাঙ্গায় ভুয়া ডাক্তারকে জরিমানা)