আহাদ আলী মোল্লা
প্রতারণার ধরন দেখুন
শিউরে ওঠে গা,
আটক করো বিচার করো
তাও বলা যায় না।
ওদের আছে খুঁটির জোর
পয়সা টাকা গুটির জোর
বললে বিপদ আরও;
ইচ্ছে মতোন চলে ফেরে
ধার ধারে না কারো।
কোনো কালেও হয় না কিছুই
দিব্যি ঘোরে ফেরে,
বলতে গেলেই হুমকি দিয়ে
কয় ব্যাটা তুই কে রে?
ধমক শুনেই আত্মা উধাও
চমকে ওঠে পিলে,
দু’নম্বরি ব্যবসা চালায়
ওরা সবাই মিলে।
সূত্র: (ঝিনাইদহে গরু মোটাতাজাকরণ পাউডারে ধান চাল ও কাঠের গুঁড়ো)