আহাদ আলী মোল্লা
যাবেন কোথায় ও মিয়াভাই
লাগছে কেমন কারাগার,
ঘেন্না ছোড়ে কী কারণে
তাবৎ মানুষ সারা গাঁ’র।
তোমরা নাকি ভীষণ ডাকু
মানুষ মেরে খুন করো,
পড়লে ধরা জেলে গিয়ে
মুখ শুকিয়ে চুন করো।
চুন করে মুখ কী লাভ বলো
জেলের ঘানি টানতে হবে,
জেনেশুনে পাপ করেছো
পাপের শাস্তি কানতে হবে।
কান্না কেবল শুরু রে ভাই
কান্না অনেক বাকি,
গলায় দড়ি উঠলে হবে
গোটা জীবন ফাঁকি।
সূত্র: (ইকরা ও রসুলের রিমান্ড শুরু)