আহাদ আলী মোল্লা
রাস্তা দখল হাট দখল
নদী দখল ঘাট দখল
যার ক্ষমতা তিনিই করেন
ব্যবসা দোকানপাট দখল।
খাল দখল বিল দখল
হাওড় বাঁওড় ঝিল দখল
হরহামেশা হতেই আছে
কারখানা কল মিল দখল।
জায়গা দখল বাড়ি দখল
জোরজুলুমে গাড়ি দখল
মগের মুলুক ভাবেন যারা
করেন কাড়িকাড়ি দখল।
দখল দখল সবই দখল
সয় না এসব আর,
লিস্টি বানাও গোটা দেশে
কারা দখলদার।
সূত্র (কার্পাসডাঙ্গায় পাকারাস্তা দখল করে ঘর নির্মাণ)