বলো তো কোন দোষে

আহাদ আলী মোল্লা

শীত বেড়েছে বেজায়ভাবে
নেই ঘরে লেপ-কাঁথা
অবস্থা তাই যা তা।

এই হলোগে খুব সাধারণ
গরিব লোকের দশা-
খাচ্ছে মাছি মশা।

নেই পরনে গরম কাপড়
চাঁদর টুপি জামা-
জীবন পুড়ে তামা।

কাজ বয়না মাঠে ঘাটে
ওরা যে কোন পাপে
যবুথবু কাঁপে।

স্টেশনে পথের ধারে
কাঁদছে শীতে বসে
বলো তো কোন দোষে?

সূত্র: (চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা)

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More