আহাদ আলী মোল্লা
প্রশ্ন ফাঁসের হোতা
কোথায় থাকেন কোথা
এক পলকে উড়ে এসে
খবর দিলো তোতা।
বললো ওকে ধর
প্রশ্ন ফাঁসের নাটের গুরু
ব্যাটা দিপঙ্কর।
কর্তা মশাই
নগদ বসায়
ধার ধারে না বাকির;
সাহস আছে বুকের পাটায়
বড্ড সোনা পাখির।
যারা করে প্রশ্ন ফাঁস
তাদের পিঠে ভাঙো বাঁশ।
সূত্র: (মেডিকেল প্রশ্ন ফাঁসের হোতা কর কর্মকর্তা দিপঙ্করের খোঁজে র্যাব-পুলিশ)