আহাদ আলী মোল্লা
জার্নিতে বেশ আলাপ চলে যেতে
পাশে বসে খাতির জমায় ওরা
কুটুম কুটুম ভাব নিয়ে দেয় খেতে
আত্মীয়তাও লাগো গো আনকোরা।
সরল মনে যারাই ওসব খায়
একটু পরেই টের পেয়ে যায় জ্বালা
ব্যাগ থলে বা পয়সাকড়ি নাই
চোখে কানে মুখে লাগে তালা।
সটকে পড়ে আত্মীয়রা নেমে
তবিলহারা লোকটা এখন রোগী
স্বজনদেরও শরীর ওঠে ঘেমে
বুঝতে পারে কোথায় ভোগিজোগি।
এমনভাবেই হারায় লোকে টাকা
জ্ঞান ফেরে যেই চোখে ঝরে পানি
দুই পকেটই এক্কেবারে ফাঁকা
চেঁচিয়ে কয় কোথায় আমার মানি?
সূত্র ( ট্রেনযোগে চুয়াডাঙ্গায় ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে আরএফএল’র বিক্রয় প্রতিনিধি)