আহাদ আলী মোল্লা
ভদ্রবেশী মাদকসেবী
ষোলো আনাই ভণ্ড,
পড়লে ধরা তাদেরই হয়
হাজত-কারাদণ্ড।
খাচ্ছে তারা মদ হেরোইন
ফেন্সি-গাঁজার চুরুট,
পেটে ওদের ছ্যাদলা পড়ে
হচ্ছে নাড়ি পুরুট।
এতে ধরেও জেলে ভরেও
কমছে কো মাতাল,
ব্যবসা করে রাঘব বোয়াল
খাদক মোটা দাঁতাল।
ওই দাঁতালের দলে আছে
পালের গোদা বেজায়,
ওই বেটা খায় ঠ্যাং দুলিয়ে
তার কাছে আর কে যায়!
সূত্র (দামুহুদায় তিন মাদকসেবীর কারাদণ্ড)