আহাদ আলী মোল্লা
দফায় দফায় আখ পুড়ে ছাই
আগুন দিলো কারা
থামছে না তো কায়দা এসব
নতুন নতুন ধারা।
কে মারে কার বরাত কখন
যায় না পাওয়া টের
কেরুজ আখে ভূত চেপেছে
বড্ড আতঙ্কের।
কর্তা নাকি জানেন সবই
স্বার্থ আছে তাতে
গোপনে তাই আগুন নিয়ে
কারা যেন মাতে।
খায় না ধরা কারণটা কী
যায়া না কিছু বোঝা
ওদের সাথে মামু আছেন
ব্যাপারটা খুব সোজা।
সূত্র: (ডিহি বাণিজ্যিক খামারের ৩০ বিঘা জমির আখ ভস্মীভূত)