আহাদ আলী মোল্লা
আর খাবো না আতপ চালের ভাত
সিদ্ধ খাবো হোক মোটা তা আরো
ওতে মোটেও আপত্তি নেই কারো
আতপ খেয়ে চায় না যেতে রাত।
যেভাবে রোজ বাড়ছে চালের দাম
গরিব লোকের ভুট হয়ে যায় পুঁজি
ওএমএসেও কুলোচ্ছে না বুঝি
জমছে গায়ে জবজবানি ঘাম।
শূন্য চুলোয় দিচ্ছে না কেউ জ্বাল
জ্বলছে না তাই হেঁসেল ঘরে আখা
শূন্য হাঁড়ি পাতিল করে খাঁ খাঁ
কোথায় পাবো রান্না করার চাল।
ক’মাস ধরে যাচ্ছে জ্বলে পেট
যাচ্ছে জ্বলে পেটের ক’হাত নাড়ি
হাহাকারও সবার বাড়ি বাড়ি
কমবে কি এই চালের আজব রেট?
সূত্র: (ওএমএস’র পরিধি বাড়লেও আতপে অনাগ্রহ : কমছে না চালের দাম)
১৯.১০.২০১৭