টিপ্পনী

গোড়ায় পচন
আহাদ আলী মোল্লা
লাগলো বুঝি বিবেক বোধের গোড়ায় পচন
আসছে না তাই কাজে কামে সাধুর বচন
রাঘববোয়াল কালো টাকা ঢালছে অঢেল
দেখছি রোজই অপরাধের নানান মডেল।

ধনীর দুলাল আকাম কুকাম করছে ভয়াল
গরিব লোকের ভরসা কেবল মহান দয়াল
খুন ধর্ষণ গুম ডাকাতির নেই তো বিরাম
একই রকম ধাচে চলে শহর-গিরাম।

এমন খারাপ পরিস্থিতি কিসের কারণ
করছে না কেউ মনে বুকে ব্যাখা ধারন
স্বার্থ ছাড়া কেউ চলে না একটু খানিক
ওপর পানে ভাব ফুটানি রতœ মানিক।

চলছে দেশে মারিং কাটিং তলায় তলায়
বলতে গেলেই উঠছে ছুরি লোকের গলায়
আতঙ্কে তাই সরছে নাকো মুখের কথা
চলছে দেশে আনকোরা এক স্বাধীনতা।

সূত্র: (দামুড়হুদার কুড়–লগাছিতে মুরগি খামারে প্রতিবন্ধী শিশু ধর্ষণ)
০৮.০৮.২০১৭

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More