টিপ্পনী

ভুয়া ডাক্তার
ডাক্তার বাবাজির নেই কোনো ডিগ্রি
তবু তিনি মালপানি কামাবেন শিগরি
হ্যাড়াব্যাড়া লিখে দেন
বউ বুয়া ঝিকে দেন
নেন মোটা ফি;
জানো ব্যাটা ধরা খেলে হতে পারে কী?

ভয় নেই ভীতি নেই শুধু চান টাকা
বুদ্ধিতে একেবারে সইসই পাকা
ঝাড়– দিয়ে তুলে খান
ফুলে ফেঁপে মূলে খান
থাকে বাকি কী;
লোকটা তো সুচতুর আরে ছি ছি ছি!

এতো তারে করি মানা
তবু তিনি দিয়ে দেন লাখ টাকা জরিমানা
সাথে হলো জেল;
এইবার যদি কি না হবে আক্কেল

সূত্র: (ঝিনাইদহে ভুয়া ডাক্তারকে জেল-জরিমানা)

১৪.০৭.২০১৭

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More