নারী নির্যাতন
হায়রে আমার সালিসপতি
হাদারামের দল,
মনগড়া সব বিচার করো
বেরোয় মজার ফল।
সালিস মানে নয়তো বিচার
ভাঙো লোকের ঘর,
নির্যাতনের তকমা ছোটাও
কেমন মাতুব্বর।
ঘুঘু ওড়াও ঘুঘু দ্যাখো
দ্যাখোনি তার ফাঁদ,
তাই তো অমন মাঝে মাঝে
যাও হয়ে জল্লাদ।
হিসাব করে কর্ম করো
আর তুলো না লাঠি,
মামলা হলে তোদের কি আর
থাকবে ভিটেয় মাটি।
সূত্র: (গাংনীতে সালিসের নামে নারী নির্যাচন)
০৮.০৭.২০১৭