বিরোধী সব নেতার ঘরে
উঠলো ঝোড়ো হাওয়া,
অমনি গায়েব অমুককে আর
যায় না কোথাও পাওয়া।
কেউ চলে যায় বর্ডার পানে
লাভ দিয়ে যায় ভারতে,
পাস পোর্ট বা ভিসা টিসা
লাগে নাকো তার ওতে।
রাতের ঘোরে একলা ঘরে
যখন আসে ঘুম,
কেউ হয়ে যায় চুপি চুপি
এক্কেবারে ঘুম।
কিসের নজির বলো তো আজ
ঝগড়া স্বামী-বিবিতে,
পুলিশে কয় বুঝতে হলে
টকশো দ্যাখো টিভিতে।
সূত্র: (অপহৃত কলামিস্ট ফরহাদ মজহারকে যশোর থেকে উদ্ধার)
০৪.০৭.২০১৭