টিপ্পনী

মূর্খতা
মূর্খতা আজ কোথায় দেখুন
কোথায় গেছে সভ্যতা,
ধর্ম মানে নয় তো বাবা
খুনের সহজলভ্যতা।

যারা ভীষণ নাদান বেকুব
যাদের ভেতর অজ্ঞতা-
নেই কো যাদের ধর্ম বোঝার
ন্যূনতম যোগ্যতা

কিংবা যাদের নেই কো মুরোদ
বলার মতো হক কথা
কোথায় তাদের ধর্ম-গরু
জানার পরিপক্ষতা।

গরুর মাংস খায় যদি কেউ
তারাই করে খুন,
লাগায় তারা ধর্ম এবং
জাতির মুখে চুন!
সূত্র: (গোমাংস বহনের অভিযোগে পিটিয়ে হত্যা : বিজেপি নেতা গ্রেফতার)
০৩.০৭.২০১৭

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More