খবর: (গাংনীতে প্রকাশ্য দিবালোকে ইউপি সদস্যকে কুপিয়ে খুন)
বাংলাদেশে খুনির কোনো অভাব নেই
হত্যা ছাড়া তাদের ভালো স্বভাব নেই
খুন কেন হয় বারে বারে জবাব নেই।
দফায় দফায় কেন এ খুন করতে হয়
ভালো ভালো লোককে কেন মরতে হয়
ঘাতক খুনি সঠিকভাবে ধরতে হয়।
কিন্তু খুনির নামে তেমন মামলা নেই
তাদের ওপর এই পুলিশের হামলা নেই
তাই তো তাদের কোনো রকম ঝামলা নেই।
খুন খারাবি দেশে এমন ঘটায় তারা
আদালতে ভিন্ন্ রকম রটায় তারা
বিপদ আপদ পয়সা ফেলে হটায় তারা।
পুলিশ দেশে সঠিক নিখুঁত সূক্ষ্ম নেই
আমজনতার ভূমিকা তাও মুখ্য নেই
খুন করে তাই খুনির এখন দুঃখ নেই
-আহাদ আলী মোল্লা।
২৬.০৫.২০১৭