খবর: (গাংনীর কাজিপুর ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামির ফাঁসির আদেশ)
কয়লা খেলে ময়লা বেরোয়
জীবন কাটে ফাঁড়া গেরোয়
কষ্ট ধকল বাড়ে;
চলায় বলায় দফায় দফায়
বিপদ চাপে ঘাড়ে।
যারাই দেশে আকাম ঘটায়
সমাজ থেকে শান্তি হটায়
তারাও নাকাল হয়,
ফাঁকি দিলে পড়বে ফাঁকে
জ্ঞানী মানুষ কয়।
দাপট ছিলো তোমার বেজায়
মানুষ কেঁদে দু’ চোখ ভেজায়
ফাঁস হলো সব চুরি;
এবার বলো কোথায় তোমার
চ্যাটাং বাহাদুরি।
-আহাদ আলী মোল্লা